ব্রেকিং নিউজ
The-prices-of-all-things-are-skyrocketing
Market: হু হু করে বাড়ছে সব জিনিসের দাম

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-14 10:21:30


গত কয়েকদিনই সবজি থেকে মাছ (fish), মাংসের দামে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। সামনেই জামাই ষষ্ঠী, কিন্তু তার আগে এই চড়া দামে কপালে পড়েছে চিন্তার ভাঁজ। অনেকেই জানান, আগে যে জিনিস ১ কেজি বা ২ কেজি করে নেওয়া হত, তা মূল্যবৃ্দ্ধির ফলে ৫০০ গ্রাম বা ৬০০ গ্রামে নেমেছে। ফলে যে জিনিস কিনতে হচ্ছে তা খুবই ভাবনাচিন্তা করে কিনতে হচ্ছে। কারণ একটাই হু হু করে বাড়ছে সব জিনিসের দাম। কিন্তু আয় সেই একই রয়েছে।

দক্ষিণ কলকাতার (kolkata) অন্যতম বাজার লেক মার্কেট (lakemarket)। কলকাতার অন্যান্য বাজারের মতই এই বাজারেই মূল্যবৃদ্ধিতে সমস্যার মুখে ক্রেতা থেকে বিক্রেতারা। 

এই বাজারের এক আলু বিক্রেতারা জানান, নিত্যদিন দাম বাড়ায় কেনাবেচাও হচ্ছে না। বাজারে ক্রেতা নেই বললেই চলে। বর্তমানে ৪০ টাকা কেজি আলুর (potato) দাম। দাম শুনেই ক্রেতারা দুবার ভাবচ্ছেন কতটা কিনবেন। তবে এই দাম কমবে বলেও কোনও আশা নেই এখনই। এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জানান, বর্ষায় (rain) প্রচুর ক্ষতি হয়েছে আলু চাষে। যারজন্যই এই সমস্যা মূলত। 

ক্রেতারা জানান, এই মূল্যবৃদ্ধির ফলে হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। কবে এই দাম নিয়ন্ত্রণে আসবে সেই আশাতেই রযেছেন তাঁরা। 

অন্যদিকে মুচিবাজারের চিত্রটাও একই। এই বাজারে বাজারদর কিছুটা এইরকম- 

প্রতি কেজিতে জ্যোতি আলু ৩০ টাকা, চন্দ্রমুখী আলু ৪০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, পটল ২০ টাকা, উচ্ছে ৩০ টাকা, ভেন্ডি ৩০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৫০ টাকা, ক্যাপসিকাম ৬০ টাকা, কুমড়ো ৩০ টাকা, লাউ ২৫ টাকা, এবং মুরগির মাংস ২৭০ টাকা।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন