ব্রেকিং নিউজ
The-price-of-vegetables-is-beyond-the-reach-of-the-middle-class
Market: মধ্যবিত্তের নাগালের বাইরে সবজির দাম

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-17 10:23:21


বাজারে বর্তমানে গ্রীষ্মকালীন সবজির দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তের নাগালের বাইরে পটল, ভেন্ডি সবকিছুর মূল্যই, সঙ্গে আবার বেড়েছে পাতিলেবুর দাম। তবে পাতিলেবুর দাম বাড়ার কারণ হিসেবে অনেকেই মনে করছেন উত্সবের মরসুমকে। একদিকে যেমন নববর্ষ অন্যদিকে রমজান মাস। তার উপর আবার এই তীব্র গরম। ফলে সব মিলিয়ে লেবুর চাহিদা বাড়ার সঙ্গেই বেড়েছে দামও। পাশাপাশি কিছুদিন আগেই ইবির হানা পড়ে কলকাতার একাধিক বাজারে। তাঁদের পক্ষ থেকে বাজারগুলির গেটের সামনে টাঙিয়ে দেওয়া হয়েছে ধার্য্য মূল্য। কিন্তু তবুও সমস্যায় ক্রেতারাই। কারণ সেই দামের থেকে বেশি রয়েছে ফসলের দাম।

ক্রেতারা জানান, ফসলের দামের কোনও ঠিক থাকছে না। কখনও বেশি তো কখনও কম হয়ে যাচ্ছে। আলুর দাম আগের থেকে অনেক বেড়েছে। আকাশ ছোঁয়া সমস্ত কিছুর দাম। কম নেই কোথাও।

বিক্রাতারা জানান, দাম কিছু তাঁদের হাতে নেই। যেমন আমদানি হবে তেমনই ফসলের দাম বাড়বে ও কমবে। তাঁরা আরও জানান, যতই লিস্ট দিয়ে দেওয়া হোক, বাজারে দাম কখনই এক থাকে না। বিভিন্ন দিন কাঁচামালের বিভিন্নরকমের দাম হয়।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন