ব্রেকিং নিউজ
The-price-of-potatoes-is-rising-the-middle-class-folds-on-the-forehead
Market: চড়চড়িয়ে বাড়ছে আলুর দাম, কপালে ভাঁজ মধ্যবিত্তের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-18 10:13:33


দীর্ঘ দু'বছর করোনা (Corona) , লকডাউন (Lockdown), কর্মহীন(Jobless), দোকান-পাট বন্ধ এসবে পকেটে টান মধ্যবিত্তের।  বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে। ‘কিছু না হলেও আলু-সেদ্ধ ভাতে ফুটিয়ে খাব’, এই ভাবনাতেও কপালে চিন্তার ভাঁজ এখন। কয়েকদিন ধরে লাগাতার কেজি প্রতি আলুর (Potato price) দাম বেড়ে চলেছে (Price Increase)।

জানা গিয়েছে, মানিকতলা বাজারে (Maniktala Market) জ্যোতি আলু কিলো প্রতি বিক্রি হচ্ছে ২৫ টাকায়।  চন্দ্রমুখী আলুর দাম কিলো প্রতি ৩৫  টাকা। অন্যদিকে কোলে মার্কেটে (Koley Market) জ্যোতি আলুর পাইকারি দাম ১৯-২০ টাকা কিলো। চন্দ্রমুখী আলু পাইকারি দাম ২৮টাকা কিলো। যা খুচরো বাজারে ৩৫ টাকা কিলো করে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, সবজি না হলেও চলে কিন্তু আলু তো দরকারই। তাই হিমশিম খাচ্ছেন। কলকাতার পাইকারী বাজারে আলুর দামও একলাফে অনেকটাই বেড়েছে। সব কিছুর দাম বাড়ছে, শেষ অবধি আলুর দামও। সাধারণ মানুষ এবার না খেতে পেয়ে মারা যাবেন, আতঙ্কে ক্রেতারা।

অন্যদিকে বিক্রেতারা জানাচ্ছেন, অকালে বৃষ্টির ফলে  এবারে ফলন অনেক কম হয়েছে।  এছাড়া পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে আমদানি-রপ্তানির খরচ বেড়েছে। অত্যধিক বৃষ্টিতে  গাছের গোড়ায় জল জমে আলু নষ্ট হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ, মালদহ থেকে আলু আসায় তাও কিছুটা সাধ্যের মধ্যে দাম। নাহলে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানান তিনি।

এখন দেখার পেট্রোপণ্যের মত লাগাতার আলুর দামও বৃদ্ধি পায় কিনা। নাকি প্রশাসন কোনও পদক্ষেপ নেয়।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন