মেডিক্যাল কলেজের (Medical College) জরুরি বিভাগে বিনা চিকিৎসায় পড়ে আছেন এক রোগী। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতার ৪ টি প্রথম সারির সরকারি হাসপাতাল (Government Hospital) ঘুরেও বেড পায়নি রোগীর পরিবার, চিকিৎসাও হয়নি। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে তারা যোগাযোগ করে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানোর জন্য। অভিযোগ, স্বাস্থ্যসাথীর কথা শুনলেই ফোন কেটে দেয় বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষ। এমন মোট ৯ টি বেসরকারি হাসপাতালে যোগাযোগ করে পরিবার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সরকারি বা বেসরকারি কোনও হাসপাতালেই চিকিৎসা না পেয়ে অসহায় হয়ে ঘুরে বেরোন গোসাবার (Gosaba) রঘুনন্দন মণ্ডল ও তাঁর পরিবার। এই খবর সিএন-এ (CN) সম্প্রচার হয়। আর এরপরই মুমূর্ষু রোগীকে ভর্তি করানো হয় মেডিক্যাল কলেজে।
পরিবার সূত্রে জানা যায়, গোসাবার বাসিন্দা রঘুনন্দন মণ্ডলকে সোমবারই নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। ৭৮ বছরের রঘুনন্দনের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। আইসিইউ-এর সুবিধা না থাকায় ক্যানিং থেকে তাঁকে পাঠানো হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। যেখানে জায়গা না মেলায় রাতেই পরিবারের লোকেরা নিয়ে যান এনআরএস হাসপাতালে। কিন্তু পরিবারের অভিযোগ, জায়গা মেলেনি এনআরএস হাসপাতালেও। রাত তিনটে নাগাদ রোগীকে আনা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।