মর্মান্তিক ঘটনা কলকাতার (Kolkata) কাছেই। পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূ তাঁর ছোট্ট শিশু সন্তানকে নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে দিলেন। এরপরই স্থানীয়রা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে। মর্মান্তিক এই ঘটনা মহেশতলা থানার (Maheshtala Police Station) অন্তর্গত রায়পুর মুক্তিপাড়া এলাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামীর নাম রহমান মুক্তি। প্রায় সময়ই তিনি নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে এসে অশান্তি করতেন। মঙ্গলবার এই অশান্তি চরমে পৌঁছয়। সহ্য করতে না পেরে নিজের শিশুসন্তানকে নিয়ে নিজের ঘরেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী (suicide) হবার সিদ্ধান্ত নেন গৃহবধূ।
ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই ওই শিশু সন্তানটিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, ওই গৃহবধূর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল নেই। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।