Share this link via
Or copy link
কথায় আছে, কুপুত্র যদিবা হয়, কুমাতা কখনও নয়। সেই প্রবাদ বাক্যই যেন সত্যি হল। নিজের মেয়ে এখন ইডি হেফাজতে। মা কি চেয়েছিলেন, এই পরিণতি হোক মেয়ের? আসলে কোনও মা-ই চান না তাঁর সন্তানকে এভাবে দেখতে। এই ঘটনায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়।
মিনতিদেবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে। মেয়েও বলছে ফাঁসানো হয়েছে। সত্যটা বেরিয়ে আসুক। আইনের প্রতি আমার আস্থা আছে। এরা সঠিক বলছে কিনা, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। শুধু বলছেন, সত্যটা বেরিয়ে আসুক। তিনি আরও বলেছেন, কারও পক্ষের হয়ে তিনি কিছু বলতে চান না। মেয়ে যে বলছে তার টাকা নয়, সেটা বোঝাতে হবে, প্রমাণ করতে হবে। কষ্ট হওয়ার দরকার আছে। তাদের হেফাজতে টাকা পেয়েছে। তাদের তো বোঝাতে হবে যে টাকা তাদের নয়, এমনই মন্তব্য অর্পিতার মায়ের।
অর্পিতার কান্নায় ভেঙে পড়া নিয়ে মিনতিদেবীর বক্তব্য, মা হিসাবে কষ্ট হওয়ার কি আছে, অন্যায় যদি করে থাকে তো শাস্তি পাবে। মেয়ে অন্যায় করলে শাস্তি পাক, তিনি চাইছেন।তবে আইনে আগে প্রমাণ হোক। প্রত্যয়ের সঙ্গে মিনতিদেবী বলেন, "আমিও জানতে চাই মেয়ে টাকাগুলো নিয়েছিল কিনা।"