২৬ এপ্রিল, ২০২৪

Dengue: ডেঙ্গির সংক্রমণ রুখতে বিশেষ কমিটি গঠন স্বাস্থ্য দফতরের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-13 10:15:46   Share:   

পুজোর আগে রাজ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে মশা বাহিত রোগ ডেঙ্গি (dengue)। এই সংক্রমণ রুখতে ইতিমধ্যেই নজরদারি কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

জানা যায়, উত্তরবঙ্গের (North Bengal) জন্য চার সদস্যের চিকিৎসকদের কমিটি গঠন করা হয়েছে।

উত্তরবঙ্গের কমিটিতে থাকছেন-

১. ডক্টর দীপায়ন বন্দোপাধ্যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে জেনারেল মেডিসিন বিভাগীয় প্রধান।

২. চিকিৎসক সন্দীপ সাহা, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের জেনারেল মেডিসিনের অধ্যাপক।

৩. অধ্যাপক মধুমিতা নন্দী, বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক মেডিসিন ও

৪. চিকিৎসক শর্মিষ্ঠা ভট্টাচার্য, কমিউনিটি মেডিসিন।

অন্যদিকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির (hospital) জন্য যে কমিটি গঠন করা হয়েছেন ৩ জন চিকিৎসক। তাঁরা হলেন-

১. চিকিৎসক জ্যোতির্ময় পাল, অধ্যাপক, জেনারেল মেডিসিন, বারাসাত হাসপাতাল

২. ডক্টর অরিজিৎ সিনহা,অধ্যাপক জেনারেল মেডিসিন, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল

৩.ডক্টর সৌমেন্দ্র নাথও হালদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন

এছাড়াও কলকাতা (Kolkata) পুর এলাকা এবং দক্ষিণবঙ্গের যেসমস্ত জেলাতে আক্রান্তের সংখ্যা বেশি সেই জায়গাতে নজরদারির জন্য আরও তিনটি কমিটি গঠন করা হয়েছে। সব মিলিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal) ডেঙ্গির জন্য মোট ৫ টি নজরদারি কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে গত দুদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বৃষ্টির (rain) উপেক্ষা করে সোমবার চলে ডেঙ্গি অভিযান। ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। শুধু তাই নয়, ডেঙ্গি নিয়ে প্রত্যেক জেলা প্রশাসনকে সতর্কবাণী দিয়েছে নবান্ন। স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে বৈঠক করে রাজ্য প্রশাসনকে ডেঙ্গি রোধে বিশেষ জোড় দিতে বলা হয়েছে। সেইমত দক্ষিণ দমদম পুরসভা ডেঙ্গি অভিযানে নামে। সোমবার বৃষ্টি মাথায় নিয়েই দক্ষিণ দমদম পুরসভার ১৫ নং ওয়ার্ডে চলে ডেঙ্গি সচেতনতা অভিযান। ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলের মানুষকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রাও করা হয়। এছাড়াও মশা মারার ধোঁয়া ও তেল ছড়ানো হয় এলাকার বিভিন্ন জায়গায়।


Follow us on :