ফের অসুস্থ বোধ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জগদীপ ধনকরকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের স্নায়বিক কিছু সমস্যা হচ্ছে।
প্রসঙ্গত, আজ সকাল থেকে রাজ্যপাল অসুস্থ বোধ করায় রাজভবন থেকে কলকাতা এসএসকেএম হাসপাতালে জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই রাজভবনে চলে আসেন এসএসকেএম হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সঞ্জয় চট্টোপাধ্যায় ও নিউরো মেডিসিন বিভাগের প্রধান বিমান কান্তি রায়। দীর্ঘক্ষন রাজভবনে রাজ্যপাল কে চিকিৎসা করেন তারা। অবশেষে এমআরআই করার নির্দেশ দেন ওই দুই চিকিৎসক। বিকেল চারটে দশ মিনিটে তড়িঘড়ি করে কলকাতা এসএসকেএম হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে এমআরআই করার জন্য নিয়ে আসা হয় রাজ্যপালকে। সূত্রের খবর ঘাড়ে ও মাথায় এমআরআই হয়েছে। এদিন রাজ্যপাল জানান তিনি এখনও শারীরিকভাবে মোটামুটি সুস্থ। চিকিৎসকের পর্যবেক্ষণের নির্দেশে তিনি এখানে এসেছেন।
এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায়। এমআরআইয়ের পর তিনি রাজ ভবনে ফেরেন। এমনটাই সূত্রের খবর।
উল্লেখ্য, এর আগে ঠাকুরনগরে বারুণী মেলায় যাওয়ার পথেও অসুস্থ বোধ করায় রাজভবনে ফিরে এসেছিলেন রাজ্যপাল। তারপর এদিন ফের অসুস্থতা বোধ করেন তিনি।