LATEST NEWS
28 May, 2023

DA: মমতার 'চোর-ডাকাত' মন্তব্য, রাস্তায় শুয়ে সরকারকে পাল্টা 'চোর' বলে প্রতিবাদ
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-৩০ ১৬:০৮:৪৯   Share:   

মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) করা ডিএ (DA) আন্দোলনকারীদের উদ্দেশ্যে চোর-ডাকাত মন্তব্যের প্রতিবাদে (Protest) রাস্তায় শুয়ে প্রতিবাদ সরকারি কর্মচারীদের। সরকারকে চোর চোর বলে স্লোগান চলতে থাকে। রাজপথ জুড়ে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। আন্দোলনকারীদের সমর্থনে শহীদ মিনারে যোগ দিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, বাম নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইতে হবে, এমন দাবি নিয়ে যৌথ মঞ্চের মহামিছিল শিয়ালদহ-হাওড়া জুড়ে। ডিএ আন্দোলনকারীদের অবস্থানের আজ ৬৩ দিন। সূত্রের খবর, আন্দোলনকারী উপর হামলা, ও রাইটার্সে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহারের প্রতিবাদে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন।

বুধবার ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে 'চোর-ডাকাত' মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী থেকে বিরোধী সব পক্ষই। বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে এক আন্দোলনকারী বলেন, 'আমরা যদি চোর-ডাকাত হই, পুলিস কেন আমাদের গ্রেফতার করছে না, পুলিস মন্ত্রী তো মমতা, উনি আমাদের গ্রেফতার করতে পারছে না সেটা ওনার ব্যর্থতা। ওনার অপদার্থতা, ওনার পদত্যাগ করা উচিত।'

Ad code goes here

মমতার বক্তব্য নিয়ে আন্দোলনকারীদের সভায় আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'চোরেদের মন্ত্রিসভা চলছে, চোরেদের সরকার, সরকারি কর্মচারীদের সন্মান করতে জানেন না। সরকারি কর্মচারীরা দেখিয়ে দিন, আমরাও কামড়তে পারি।'  এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি বলেন, 'সরকারের ক্ষমতা থাকলে চোর প্রমাণ করে দেখাক। জেলে নিয়ে গিয়ে দেখাক।' তিনিও বৃহস্পতিবার সরকারকে, 'চোরেদের সরকার' বলে কটাক্ষ করেন।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :