মোবাইলের প্রতি আসক্তি এবং তাকে কেন্দ্র করে নানা ঘটনার কথা আকছারই শোনা যায়। তেমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল মহেশতলায়।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মহেশতলার মোল্লার গেটের একটি পার্কের বড় পুকুরের জলে এক নাবালককে ভাসতে দেখেন স্থানীয়রা। জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিস এসে ওই নাবালকের দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা যাচ্ছে, মৃত নাবালক মহেশতলা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মোহম্মদ রিয়াজ (১৫)। পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনই রাত জেগে ফোনে গেম খেলত রিয়াজ। আজ সকালে দেরিতে ঘুম থেকে ওঠায় রিয়াজকে তার বাবা বকাবকি করেন। তারপর রিয়াজের কাছ থেকে তার ফোনটি কেড়ে নিয়ে ভেঙে দেন। এই ঘটনার পর রিয়াজ বাড়ি থেকে অভিমান করে বেরিয়ে যায়। প্রায় দু কিলোমিটার দূরে গিয়ে মোল্লার গেটের পার্কের বড় পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে।
এক প্রত্যক্ষদর্শী কী বললেন, শোনা যাক
এই ঘটনায় বাড়িতে কান্নার রোল উঠে যায়। এলাকাতেও শোকের ছায়া। এমন একটি কারণে যে পরিণতি এতটা মর্মান্তিক হতে পারে, তা বাড়ির লোকও ভাবতে পারছেন না। এ ব্যাপারে প্রতিবেশীরা কী বলছেন, শুনুন..