২০ এপ্রিল, ২০২৪

Death: পাহাড়ের কোলে মৃত্যু বাঙালি পর্বতারোহীর, শোকের ছায়া পরিবারে
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-22 12:27:47   Share:   

আবারও পর্বতারোহনে (Trekking) গিয়ে মৃত্যু (death) পর্বতারোহীর। এবার উত্তর ২৪ পরগনার নিমতা (Nimta) থানা এলাকার আলিপুরের বাসিন্দার মৃত্যুতে শোকাহত পরিবার। জানা যায়, চলতি মাসের ১১ তারিখ নিমতার আলিপুরের বাসিন্দা বছর ৪৩-এর নির্মল বিশ্বাস। তিনি উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে পর্বতারোহনের (Ghiya Vinayak Pass Trek) জন্য রওনা দেন। কিন্তু ফেরা আর হল না। শুক্রবার নির্মল বাবুর পরিবারের কাছে মৃত্যুর সংবাদ পৌঁছয়। শুক্রবার পাহাড়ের কোলেই মৃত্যু হয় নির্মল বাবু।

নির্মল বাবুর বোন জানান, ১৯ তারিখ তাঁর দাদার মৃত্যু হয়। শুক্রবার তাঁর মৃত্যুর সংবাদ পান তাঁরা। প্রচণ্ড তুষার ঝড়ের কারণে তাঁর দাদার মৃত্যু হয়েছে বলেই জানতে পেরেছেন। পেশায় ট্রাভেল এজেন্ট নির্মল বাবু। তাঁর ইচ্ছে ছিল পাহাড় জয়। এর আগেও বেশ কয়েকটি শৃঙ্গ জয় করেছেন। পাহাড়ের প্রতি ছিল তাঁর অদ্ভুত এক টান। আর সেই টানেই এবার পারি দিয়েছিলেন অন্যতম কঠিন শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে। কিন্তু শৃঙ্গ জয়ের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিমতার বাসিন্দা। শোকে বিহ্বল গোটা বিশ্বাস পরিবার থেকে পাড়া প্রতিবেশী।


Follow us on :