২৯ মার্চ, ২০২৪

Election: পঞ্চায়েত নির্বাচন মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-28 18:52:07   Share:   

পঞ্চায়েত (Panchayet) নির্বাচন মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (High court)। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট সম্পর্কে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (Election commision)। শুভেন্দু অধিকারীর আবেদনের নিষ্পত্তি করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে পঞ্চায়েত ভোট নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় আর কোনও বাধা রইল না। সূত্রের খবর, এই মামলায় রায়দান মিটে যাওয়ায়, খুব শীঘ্রই পঞ্চায়েত ভোটের দামামা বাজাতে পারে রাজ্য নির্বাচন কমিশন।

পঞ্চায়েত নির্বাচনে ওবিসি, তপশিলি জাতিদের আসন সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মামলার রায়দান হল মঙ্গলবার। রায়দান করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই মামলাতেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই স্থগিতাদেশ তুলে চূড়ান্ত রায় দিয়েছে হাইকোর্ট। ফলে পঞ্চায়েত ভোট নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।



Follow us on :