চলতি বছর ২৩ শে মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিয়েছে। তারপর প্রায় তিনমাস অতিক্রান্ত হতে চলল। কিন্তু বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হল না। কবে হবে, তার কোনও নিশ্চয়তাও কোনও মহল থেকে মিলছে না। ফলে পুরো বিষয়টিই প্রায় শেষ পর্যায়ে এসেও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, মেট্রো রেল সূত্রেই জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী ছাড়পত্র মেলার তিনমাসের মধ্যে তা কার্যকর করতে হবে। যার সময়সীমা শেষ ২৩ শে জুন, বৃহস্পতিবার। কিন্তু শেষমেশ এই সময়সীমার মধ্যে কি আদৌ চালু হবে বহুচর্চিত শিয়ালদহ মেট্রো স্টেশন। যদিও কো- ব্র্যান্ডিংয়ের জন্য ইতিমধ্যেই বেসরকারি সংস্থার সঙ্গে লগ্নিবদ্ধ হয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, তাঁরা তাঁদের দিক থেকে তৈরি। তাঁরা শুধু অপেক্ষা করছেন মন্ত্রনালয়ের অনুমতির।