ব্রেকিং নিউজ
SSC: এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি আজ ডিভিশন বেঞ্চে
HomekolkataSSC: এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি আজ ডিভিশন বেঞ্চে
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-12 09:31:12
আজ এসএসসি (ssc) নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদারের (Subrata Talukder) ডিভিশন বেঞ্চ আজ শুনানি। আজই বিচারপতি আরকে বাগের কমিটি গ্রুপ সি নিয়োগে দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দেবে। এরপরই নির্ধারণ হতে পারে দুই মামলায় অগ্রগতি কোন দিকে এগোবে। গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই (cbi) তদন্তের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বহু ডিভিশন বেঞ্চ প্রত্যাখ্যাত হয়ে, রাজ্য সরকার অবশেষে বিচারপতি সুব্রত তালুকদারের ঘরে আবেদন জানায়।
এক মাস আগে এই মামলার শুনানি হয়। আরও এক মাস সময় দেওয়া হয়েছিল, আজ সেই মামলার শুনানির দিন। গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে যেসমস্ত চাকরি প্রার্থীদের এখনও ভবিষ্যৎ অথৈ জলে, তাঁদের আজ ভবিষ্যতের দিক নির্ধারণ হতে পারে, ডিভিশন বেঞ্চের কোনও নির্দেশ নামা পেলে।