LATEST NEWS
28 May, 2023

Kasba: কসবায় এক সময় 'অপহৃত' ব্যবসায়ী এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-১৪ ১৫:৫৫:৩৮   Share:   

কসবায় অপহৃত হয়েছিলেন এক ব্যবসায়ী। আর অপহরণের একদিনের মাথাতেই উদ্ধার করা হয়েছিল তাঁকে। আর তার ঠিক এক থেকে দেড় মাসের মধ্যেই গ্রেফতার ওই ব্যবসায়ী। এবার এক সময় অপহৃত সেই ব্যবসায়ী কুতুবউদ্দিন গাজিকে গ্রেফতার করল কলকাতা পুলিসের (kolkata police) গোয়েন্দা বিভাগ।

পুলিস সূত্রে খবর, বসিরহাটের (basirhat) ইটভাটা ব্যবসায়ী এই কুতুবউদ্দিন দীর্ঘ কয়েক বছর ধরে প্রসাদ মণ্ডল নামে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছিল। সেইমতো কলকাতার একাধিক থানায়, বিশেষত রিজেন্ট পার্ক (regent park), গল্ফ গ্রিন থানায় (golf green police station) বহু মানুষ অভিযোগ দায়ের করেছিলেন তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ ফাঁদ পেতে বসে ছিল শুক্রবার রাতে।

Ad code goes here

এরপর ডিএল খান রোডের ধনধান্যে সেতুর সামনে থেকে গ্রেফতার করা হয় এই ব্যবসায়ীকে। নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার জন্য। পুলিস এখন জানতে আগ্রহী, ওই ব্যবসায়ী কি সত্যিই অপহৃত হয়েছিলেন, নাকি কোনও কারমে অপহরণের গল্প ফেঁদেছিলেন।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :