মর্মান্তিক দৃশ্য। সাত সকালেই খিদিরপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার এক যুগলের মৃতদেহ। প্রাথমিক সূত্রে খবর, মৃতরা হলেন বছর ২৯ শের দীনেশকুমার কালোয়া ও বছর ১৯ শের সঙ্গীতা লাল। তাঁরা দুইজনেই রাজস্থানের বাসিন্দা। প্রাথমিক অনুমান, দুজনেই আত্মহত্যা করেছেন। আরও জানা গিয়েছে, যে ফ্ল্যাট থেকে যুগলের দেহ উদ্ধার হয়েছে, সেই ফ্ল্যাটটি রঞ্জিত শাহ নামে তাঁদেরই এক বন্ধু ঠিক করে দেন। এরপর তাঁরা আসেন ১৩ ই জুন।
স্থানীয় সূত্রে খবর, বুধবার ফ্ল্যাট থেকে পচা গন্ধ বের হতে থাকে। এরপরই তাঁরা বাড়ির মালিককে বিষয়টি জানান। তিনি রঞ্জিত শাহকে ফোন করে বিষয়টি জানান। এরপর বাড়ির মালিক জানতে পারেন যে তাঁর ফ্ল্যাটে অন্য এক যুগল রয়েছে। খবর দেওয়া হয় পুলিসকে। বুধবার রাতেই ঘটনাস্থলে যায় সাউথ পোর্ট থানার পুলিস। পুলিস গিয়ে দুজনের দেহ উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য এসএসকেএমে পাঠানো হয়। অন্যদিকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মৃত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী কিনা সেই বিষয় খতিয়ে দেখছে পুলিস। ফ্ল্যাটের মালিকের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিস সূত্রে খবর, দীনেশ দুবাইয়ে কাজ করতেন। তিনি কলকাতায় তাঁর বন্ধু রঞ্জিতের বাড়িতে আসেন। রঞ্জিতকে তিনি জানিয়েছিলেন যে তিনি ঘুরতে এসেছেন। এরপর রঞ্জিত সেই ফ্ল্যাটটি ঠিক করে দেন। ইতিমধ্যেই রঞ্জিতকে আটক করেছে পুলিস।