০৫ অক্টোবর, ২০২৩

Gariahat Flyover: ২৫ মার্চ রাত থেকে ২৯ মার্চ সকাল পর্যন্ত বন্ধ গড়িয়াহাট ফ্লাইওভার
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

গড়িয়াহাট ফ্লাইওভার বন্ধ থাকবে ২৫ মার্চ রাত ১০ টা থেকে ২৯ মার্চ সকাল ৬ টা পর্য়ন্ত। কলকাতা পুলিসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী, এই উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করার কাজ করবে এইচআরবিসি। আর সেই কারণেই প্রায় সাড়ে তিনদিন এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভারটিতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে।

ফলে এই সময়কালে উত্তর এবং দক্ষিণমুখী কোনও যানবাহনকেই এই উড়ালপুল ব্যবহার করতে দেওয়া হবে না। পরিবর্তে এইসব যানবাহন গড়িয়াহাট রোড ধরে যাতায়াত করতে পারবে।

৮০বি, ২৩৪, ৩৭এ, ১৩সি বাই ১ রুট এবং এসি বাসগুলি দেশপ্রিয় পার্ক ক্রসিংয়ে রাইট টার্ন নিয়ে শরত বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে যাতায়াত করবে, যাতে গড়িয়াহাট ক্রসিং এড়ানো যায়।

কসবা মিনিবাস এবং একডালিয়া মিনিবাস সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড রোড, আর বি আ্যাভিনিউ এবং বিজন সেতু হয়ে যাতায়াত করবে।


Follow us on :