আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ, তিনদিনের জন্য বন্ধ থাকবে মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডোর। শনিবার জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সদ্য নির্মিত শিয়ালদহ স্টেশন সহ আনুষঙ্গিক সমস্ত এক্সটেন্ডেড বা বর্ধিত পরিকাঠামো খতিয়ে দেখবে রেলওয়ে সেফটি কমিশন। ফুলবাগান থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত সমস্ত নতুন ব্যবস্থা পরীক্ষা করে দেখা হবে। সেই কারণে এই তিনদিন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।
উল্লেখ্য, চলতি সপ্তাহে শুক্রবার রেকর্ড সংখ্যক যাত্রী উঠেছিল ট্রেনে। রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় চার হাজারের কাছাকাছি যাত্রীসংখ্যা হয়েছিল শুক্রবার। তবে পরিষেবা বন্ধে সমস্যায় পড়বেন যাত্রীরা। অবশ্য যাত্রীদের জন্য সুখবর। খুব শিগগিরি চালু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো পরিষেবা। ফলে খুব কম সময়ের মধ্যে যাত্রীরা শিয়ালদহ থেকে বিধাননগরের বিভিন্ন অংশে পৌঁছে যেতে পারবেন।