LATEST NEWS
28 May, 2023

Hospital: আড়াই মাস হন্যে হয়ে ঘুরেও আরজিকরে বেড মিলল না ৭৮ বছরের বৃদ্ধের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-১৩ ১৫:৩২:৩৭   Share:   

সরকারি হাসপাতাল রাজ্যের সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা। বিশেষ করে কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে মানুষ যায় একেবারে উপায়ন্তর না দেখে। সরকারও দাবি করে, সেখানে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না।

অথচ কলকাতারই এক নামী মেডিক্যাল কলেজে ঘুরে ঘুরে হয়রান হলেন এক বৃদ্ধের পরিবার। চিকিত্সা তো দূরের কথা, তাঁকে ভর্তিই নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে এক-দু সপ্তাহ নয়, দু-আড়াই মাস হন্যে হয়ে হাসপাতাল-বাড়ি করতে হল পরিবারকে। সে এক অসহায় অবস্থা।

Ad code goes here

পরিবার সূত্রে জানা গিয়েছে, দমদমের দুর্গানগরের বৃদ্ধ দিলীপ বিশ্বাসকে লিভারের সমস্যার কারণে প্রথমে নিয়ে যাওয়া হয় দমদমের সিএমসি হাসপাতালে। সেখান থেকে তাঁকে রেফার করে দেওয়া হয় আরজিকর হাসপাতালে। আড়াই মাস ধরে আরজিকর হাসপাতাল এবং বাড়ি যাতায়াত করেছেন ৭৮ বছরের বৃদ্ধ এবং তাঁর পরিবার। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নানারকম পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন। পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু তাঁকে কোনওভাবেই ভর্তি করতে পারেননি পরিবারের লোকজন। আরজিকর হাসপাতালে এই বৃদ্ধের কোন চিকিৎসাও করা হয়নি বলে অভিযোগ।

Ad code goes here

রোগীর পরিবার অবশেষে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসেন। অবশেষে আড়াই মাস ধরে আরজিকর হাসপাতাল এবং বাড়ি ঘোরাঘুরি করার পর আজ কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারলেন ওই বৃদ্ধ।

Ad code goes here

আসুন, পরিবারের আত্মীয়দের মুখে শোনা যাক সেই হয়রানির কাহিনী।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :