২৪ এপ্রিল, ২০২৪

Arrest: নিয়োগ-কাণ্ডে ফের টিএমসি নেতা গ্রেফতার, ইডির জালে হুগলির কর্মাধ্যক্ষ শান্তনু
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-10 19:37:14   Share:   

নিয়োগ-কাণ্ডে (Education Scam) ফের গ্রেফতার তৃণমূল নেতা (TMC Leader)। এবার হুগলি (Hooghly) বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ-কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। শুক্রবার তাঁকে টানা সাত ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জবাবে অসন্তুষ্ট হয়ে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা (ED)। বিনিয়োগ সংক্রান্ত তাঁর জমা করা নথি ও জেরার বয়ানে অসঙ্গতি থাকায় এই গ্রেফতারি বলে দাবি ইডির। জানা গিয়েছে, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির টাকা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছেন শান্তনু। তদন্তে এমনটাই জানতে পেরেছে কেন্দ্রীয় সংস্থা।

যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পর এবার নিয়োগ-কাণ্ডে শান্তনুর গ্রেফতারিতে স্পষ্টতই কি ব্যাকফুটে শাসক দল? জানা গিয়েছে, শান্তনুকে জেরা সংক্রান্ত বয়ানের কপি দিল্লিতে পাঠানোর কিছুক্ষণ পরেই এই গ্রেফতারির সিদ্ধান্ত। ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার তাপস মণ্ডল নিয়োগ-কাণ্ডে শান্তনুর নাম প্রকাশ্যে এনেছিলেন। তারপর তাঁকে মোট ৭ বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

নিয়োগ-কাণ্ডে শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জন চাকরিপ্রার্থীর নাম পেয়েছিল ইডি। তদন্তে জানা গিয়েছিল, সেই তালিকা থেকে ৭ জন চাকরি পেয়েছিলেন। এই সাত জন কীভাবে, কত টাকার বিনিময়ে চাকরি পেলেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হেফাজতে নিয়ে শান্তনুকে জেরা করবে ইডি।


Follow us on :