২৯ মার্চ, ২০২৪

D Litt: এবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-26 10:21:36   Share:   

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (Xaviers University) থেকে সাম্মানিক ডিলিট (D litt) পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মান নিতে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রীও (CM Mamata)। জানা গিয়েছে, আগামি ৬ ফেব্রুয়ারি সাম্মানিক ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁকে ডি লিট দিতে চেয়ে চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডি লিট দিয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির হাত থেকে সেই সম্মান গ্রহণ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও সেই সম্মান প্রদান নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল রাজনৈতিক মহলে।

এদিকে, শুক্রবার সংবিধান দিবসের একদিন আগে বিধানসভা নজিরবিহীন সৌজন্য দেখলো। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিধানসভায় তাঁর ঘরে গিয়ে দেখা করলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির দুই বিধায়ক। ছিলেন অগ্নিমিত্রা পল এবং মনোজ টিগ্গা। যদিও এটা নিছক সৌজন্য সাক্ষাৎকার বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন বিরোধী দলনেতা।


Follow us on :