২৫ এপ্রিল, ২০২৪

Manik: 'নিখোঁজ' মানিকের নামে থানায় ডায়রি, প্রাক্তন শিক্ষাকর্তার একদিনের সুপ্রিম রক্ষাকবচ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-27 21:02:57   Share:   

হাইকোর্টের (Calcutta High Court) ডেডলাইন রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে হবে। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা অবধি তাঁর কোনও খোঁজ না পেয়ে যাদবপুর থানায় জেনারেল ডায়রি কোর্ট নিযুক্ত এসিপির। তাঁর যাদবপুরের বাড়িতে কোর্ট নিযুক্ত এসিপি এবং কলকাতা পুলিসের একটি দল গিয়ে খোঁজ করলেও পাওয়া যায়নি তাঁকে। তারপরেই কোর্টের স্থির করে ডেওয়া ডেডলাইন শেষের আগেই যাদবপুর থানায় 'নিখোঁজ' মানিক ভট্টাচার্যের নামে জেনারেল ডায়রি (GD)।

যদিও মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতিকে একদিনের রক্ষাকবচ দিয়েছে। বুধবার পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তারপরেও যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি মানিক ভট্টাচার্যকে। এমনটাই সিবিআই সূত্রে খবর। খুব সম্ভবত তিনি দিল্লিতে আছেন, এমনটাই অনুমান তদন্তকারীদের।

এদিকে সিবিআই দফতরে হাজিরা দিলে তাঁকে কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্ভাব্য সেই প্রশ্নমালা-- ১) OMR শিট নষ্টের মূল উদ্দেশ্য কী?

২) কেন নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই নষ্ট করা হলো OMR শিট?

৩) OMR শিট নষ্ট করার জন্য কার নির্দেশ ছিল?

৪) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে এই বিষয়ে আপনার কি কথা হয়েছিল?

৫) OMR শিট নষ্ট করার পেছনে পার্থবাবুর কোনও নির্দেশ ছিল?

এমন একাধিক প্রশ্ন মানিককে বিঁধতে তৈরি করে রাখছে সিবিআই।


Follow us on :