ব্রেকিং নিউজ
Sophisticated-CCTV-at-60-important-corners-of-the-city-pictures-live-in-Lalbazar
CCTV: শহরের ৬০ টি গুরুত্বপূর্ণ মোড়ে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি, ছবি সরাসরি লালবাজারে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-09 20:47:55


অপরাধ হোক কিংবা দুর্ঘটনা, তিলোত্তমাকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা পুলিসের। সূত্রের খবর, কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ৬০ টি অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সিসিটিভি লাগানো হবে। শহরকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে তৎপর কলকাতা পুলিস। তাই এই অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যসমৃদ্ধ সিসিটিভি ব্যাবহার করে ট্রাফিক আইন লঙ্ঘনকারী থেকে শুরু করে কোনও দুর্ঘটনা বা রাজনীতিক মিটিং-মিছিলের উপরে নজরদারি চালানো সম্ভব হবে।

অনেক সময় রাজনৈতিক বিক্ষোভকে কেন্দ্র করে ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটে। এই সমস্ত কর্মকাণ্ডের উপরে নজরদারি চালানোর জন্যই কলকাতার গুরত্বপূর্ণ রাস্তাগুলিতে সিসিটিভি বসানো হচ্ছে। প্রযুক্তিগত বৈশিষ্ট্যযুক্ত এই সিসিটিভি ব্যাবহার করে এবার থেকে পুলিসের সদর দফতরে সরাসরি সেই জায়গার ভিডিও ফাইবারের মাধ্যমে পৌঁছে যাবে। যাতে তাৎক্ষণিক স্থানীয় ট্রাফিক পরিস্থিতির সমস্ত গতিবিধি সরাসরি লালবাজারের কন্ট্রোল রুমে পৌছে যায়। অনেক সময় অপরাধ ঘটিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। কিন্তু তাদের সিসিটিভি থাকা সত্ত্বেও ধরা সম্ভব হয় না। কারণ পুরনো সিসিটিভিগুলিতে জুম করলে ছবি ফেটে যায়। আর সেই ব্যক্তি বা অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয় না।

ফলে এই অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্য সিসিটিভি দ্বারা সহজে এচডি কোয়ালিটি ছবি পাওয়া যাবে বলে লালবাজার সূত্রের খবর। এছাড়া ভবানীপুরের ঘটনা থেকেও শিক্ষা নিয়ে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অবার অনেক জায়গায় সিসিটিভি বিকল হয়ে পড়ে রয়েছে। তার বদলে এই নতুন প্রযুক্তির সিসিটিভি ব্যবহার করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে আরও বেশি এবং সঠিকভাবে নজরদারি রাখা সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞ মহলের।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন