২৫ এপ্রিল, ২০২৪

Bridge: মেরামতির জন্য শনিবার থেকে বন্ধ সাঁতরাগাছি রেলব্রিজ, পণ্যবাহী গাড়ি কোন পথে?
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-18 20:25:49   Share:   

মেরামতির কাজের জন্য শনিবার ১৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকাল বন্ধ থাকবে সাঁতরাগাছি রেলওয়ে ওভার ব্রিজ (Satragachi Rail Bridge)। এই মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত সব ধরণের পণ্যবাহী যান (Goods Vehicle) চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা পুলিস (Kolkata Police) একটি ট্রাফিক বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ: 


কোনও পণ্যবাহী গাড়ি ব্রিজ মেরামতি চলাকালীন সাঁতরাগাছি রেল ওভারব্রিজে উঠবে না।   

সকাল ৬টা-রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর কোনও র‍্যাম্পে উঠবে না পণ্যবাহী গাড়ি। কলকাতা পশ্চিম এবং খিদিরপুর এলাকা থেকে সাঁতরাগাছি ব্রিজগামী গাড়িগুলোর জন্য একই নিষেধাজ্ঞা। 


রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সাড়ে ৪ মিটার উচ্চতা পর্যন্ত বিদ্যাসাগর সেতু হয়ে জাতীয় সড়ক ১৬ (পূর্বতন জাতীয় সড়ক ৬,  মুম্বই রোড) গামী পণ্যবাহী গাড়ি আন্দুল রোডে উঠতে পারবে।

রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে/বরধমান/দিল্লিরোডগামী পণ্যবাহী যান লকগেট ফ্লাইওভার, বিটি রোড, নিবেদিতা সেতু ঘুরে যাবে।


এই নিষেধাজ্ঞা ১৯ নভেম্বর থেকে মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এমনটাই কলকাতা পুলিস সূত্রে খবর।


Follow us on :