২০ এপ্রিল, ২০২৪

SSC: দুর্নীতির কথা কার্যত ‘কবুল’ কমিশনের, ৮০০-র বেশি স্কুল শিক্ষকের চাকরি যাওয়ার পথে
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-09 21:37:57   Share:   

২০১৬ সালে এসএসসি-র (SSC Case) নবম-দশম শ্রেণির চাকুরিপ্রার্থীদের তালিকায় ছিল মোট ৯৫২ জনের নাম। সেই তালিকায় বহু চাকরিপ্রার্থীর ক্ষেত্রে সার্ভার এবং ওএমআর শিটে প্রাপ্ত নম্বরে ব্যাপক ফারাক ধরা পড়েছে। এসএসসি সূত্রে খবর, কারও কারও নম্বরের ফারাক ৫৩। সেই তালিকা দেখে কলকাতা হাইকোর্টের (Caluctta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসিকে প্রশ্ন করেন, 'এঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কমিশন?' বৃহস্পতিবার সেই ব্যবস্থা নেওয়ার কথাই জানানো হল এসএসসির তরফে। এর মাধ্যমে দুর্নীতি (Corruption) যে হয়েছিল, ঠারেঠোরে তা-ও মেনে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, রাজ্যের ৮০০-র বেশি স্কুলশিক্ষকের চাকরি যাওয়ার পথে। দুর্নীতির কথা কার্যত ‘কবুল’ করে একথা জানাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। নির্দিষ্ট আইন মেনে ২০১৬-র নবম-দশমের নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে ‘অযোগ্য’ ৮০০-রও বেশি শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে পর্যায়ক্রমে। আগামী সপ্তাহেই জারি হবে এই সংক্রান্ত নোটিস।


Follow us on :