২০ এপ্রিল, ২০২৪

SSC: নিয়োগ-দুর্নীতিতে এস পি সিনহা ও অশোক সাহার ফের সিবিআই হেফাজত
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-17 16:17:51   Share:   

ফের সিবিআই হেফাজতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। ৭ দিনের সিবিআই হেফাজত শেষে বুধবার আলিপুর আদালতে পেশ করা হয় এসএসসির দুই প্রাক্তন কর্তাকে। সূত্রের খবর, শুধু এসএসসি নয়, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতেও যোগ এসপি সিনহার। এসএসসি মামলায় এসপি সিনহা ও অশোক সাহার ফের ৫ দিনের সিবিআই হেফাজত। অর্থাত আগামী ২২ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত দুই এসএসসি কর্তার। 

"উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ কোন্ এক্তিয়ারে চাকরির সুপারিশ করতেন?" "তাঁকে এই ক্ষমতা কে দিয়েছিল?" আলিপুর কোর্টের বিশেষ আদালতে শুনানি চলাকালীন সওয়াল সিবিআই-এর। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৭ দিনে বেশ কিছু নতুন তথ্য মিলেছে বলে দাবি সিবিআই-এর। এই মামলার তদন্তে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম, খবর সিবিআই সূত্রে। 

সিবিআই সূত্রে জানা গেছে, এসপি সিনহার হাতের লেখার নমুনা সংগ্রহ বাকি আছে।রেকমেন্ডেশন লেটারের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হবে। পাশাপাশি সূত্রের খবর, এদিন তদন্তে অসহযোগিতা করেছেন এসপি সিনহা ও অশোক সাহা। যে প্রমাণ তাদের সামনে আনা  হচ্ছে, তার সবটাই অস্বীকার করছেন তারা বলে সিবিআইয়ের দাবি।



Follow us on :