শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সন্ধান চেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে পোস্টার ও টর্চলাইট নিয়ে 'খোঁজ' চালালেন এসএফআই কর্মী-সমর্থকরা। বুধবার সন্ধ্যায় লেকটাউন কালিন্দীতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাসভবনের সামনে তাঁর সন্ধান চালান এসএফআই কর্মী-সমর্থকরা। তাঁরা সাধারণ পথচারীদের জিজ্ঞাসা করেন, তাঁরা কেউ শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখছেন কি না। এমনকি টর্চ নিয়ে তাঁর সন্ধান চালান।
যদিও এসএফআই কর্মী-সমর্থকরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পৌঁছতেই পুলিস ব্যারিকেড করে দেয়। তাঁরা আর সেখানে পৌঁছতে পারেননি। এরপরেই তাঁরা পথচলতি সাধারণ মানুষের কাছে শিক্ষা প্রতিমন্ত্রীর খোঁজ চালান।
আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যের একজন মন্ত্রী যদি এভাবে উধাও হয়ে যান, তাহলে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?