কিশোরকুমার কি কারও একার? বৃহস্পতিবার কিশোরকুমারের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরেও শুরু হল বিতর্ক। কিশোরকুমারের প্রতিকৃতিতে মাল্যদানে বাধা দেওয়ার অভিযোগ আনল বিজেপি। বিজেপির কর্মকর্তাদের দাবি, তাঁরা টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ-প্রশাসন সেই অনুমতি দেয়নি। টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে জন্মদিন পালনের আয়োজন করে বিজেপি। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ জানান, পুলিসকে ১ আগস্ট মেইল করে আজকে মাল্যদানের জন্য অনুমতি চেয়েও পাওয়া যায়নি।
উল্লেখ্য, এদিন টালিগঞ্জে কিশোর কুমারের আবক্ষ মূর্তির কাছে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন অরূপ বিশ্বাস। তৃণমূল বিধায়ক (TMC MLA) ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই অভিযোগ ঠিক নয়। কিশোরকুমারকে নিযে রাজনীতি করা উচিত নয়।
কিশোর কুমারের জন্মদিন পালন ঘিরেও রাজনীতি? উঠছে প্রশ্ন।