ব্রেকিং নিউজ
girl suicide প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী ছাত্রী ?
Homekolkatagirl suicide প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী ছাত্রী ?
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-21 15:33:44
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী ছাত্রী? আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করলেন ছাত্রীর পরিবার প্রেমিকের বিরুদ্ধে। আত্মঘাতী ছাত্রী মণীন্দ্র কলেজের ইতিহাস অনার্সের প্রথম বর্ষের ছাত্রী।
লেকটাউন থানার অন্তর্গত দমদম পার্ক হরিজন পল্লীর বাসিন্দা সাগরিকা মণ্ডল ওরফে পূজা। মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ের সঙ্গে কেষ্টপুরের হরিচাঁদ পল্লীর বাসিন্দা জয়দীপ নামে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার যুবকের সঙ্গে ফোনে কথোপকথন হয় মেয়েটির। এরপরে আত্মহত্যার পথ বেছে নেয় সে। পরিবারের অভিযোগ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে ছেলেটি ও তার বন্ধুবান্ধব।
মেয়েটির দাদার অভিযোগ, তাঁর বোন চরম সিদ্ধান্ত নেওয়ার আগে ১৫ মিনিট ৫৪ সেকেন্ড কথা বলে ওই জয়দেব নামে ছেলেটির সঙ্গে। তারপরই এমন ঘটনা ঘটিয়েছে। ছেলেটি কোনো রকম ধমক দিয়েছে তাঁর বোনকে। নাহলে তাঁর বোন এমন ঘটনা ঘটাতে পারেনা বলে দাদার দাবি।
গোটা ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিস। ছাত্রীটির মোবাইলের কললিস্ট খতিয়ে দেখছেন লেকটাউন থানার পুলিস।