২৯ মার্চ, ২০২৪

Death: ফের খাস কলকাতায় শিশু মৃত্যু ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় নার্সিং হোম কর্তৃপক্ষ
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-08 18:21:07   Share:   

সদ্যোজাত শিশু মৃত্যুকে (child death) ঘিরে তোলপাড় শহর কলকাতা (Kolkata)। খাস কলকাতার ঠাকুরপুকুর (Thakurpukur) থানা এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে (nursing home) শনিবার বেলা গড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শোকের ছায়া পরিবারে।

ঠাকুরপুকুর থানার অন্তর্গত একটি বেসরকারি নার্সিং হোমে উত্তেজনা ও বিক্ষোভের অভিযোগ রোগীর পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজয় দশমীর দিন ঠাকুরপুকুর থানার দাস পাড়ার বাসিন্দা সুপর্ণা দত্ত গর্ভ যন্ত্রনা নিয়ে রাত ৮ টা নাগাদ ভর্তি হন। এরপর রাত ৯ টা নাগাদ সিজার হয় তাঁর এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু অভিযোগ, ৬ তারিখ বিকালেই শিশুটি মারা যায়। এরপরই ওই নার্সিং হোমের গাফিলতির অভিযোগ তোলে মৃত শিশুর পরিবারের লোকজন। পাশাপাশি বিক্ষোভে সামিল হয়।

উত্তেজনা ছড়িয়ে পড়তেই মোতায়েন করা হয় ঠাকুরপুকুর থানার পুলিস। এই বিষয়ে কোনও সদুত্তর দেয়নি নার্সিং হোম কর্তৃপক্ষ। এরপরই মৃত শিশুর পরিবারের লোকজন স্বাস্থ্য দফতর ও ঠাকুর পুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে আদতে কী ঘটেছিল বলতে চায়নি নার্সিং হোম কর্তৃপক্ষ। 


Follow us on :