LATEST NEWS
28 May, 2023

TET: 'আপনাদের জন্য মেধাবীরা লড়ছেন আর অযোগ্যরা চাকরি করছে', ফের পর্ষদকে খোঁচা কোর্টের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১০-৩১ ১৭:৫৯:৩৫   Share:   

সোমবার টেটে (TET) নিয়োগ সংক্রান্ত বঞ্চনার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নেফাউর শেখ নামে এক চাকরিপ্রার্থী। আদালতকে (High Court) তিনি জানিয়েছিলেন, টেটের ভুল প্রশ্নের জন্য তাঁর নম্বর বাড়লেও বয়স পেরিয়ে যাওয়ায় তিনি ইন্টারভিউয়ে বসতে পারেননি। পর্ষদের ভুলের জন্য তিনি বঞ্চনার শিকার। আদালত পর্ষদকে (Primary Board) নির্দেশ দিক, যাতে তাঁকে পরীক্ষায় বসতে অনুমতি দেয়। সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, 'প্রাথমিকের নিয়োগে সমস্যা যখন হয়েছে পর্ষদের ভুলেই। তাই তার খেসারতও তাদেরই দিতে হবে।'

প্রশ্ন ভুল মামলায় কত জনকে ৬ নম্বর দেওয়া হয়েছিল, কত জনকে দেওয়া সম্ভব, তা আগামী ৪ নভেম্বর পর্ষদকে জানানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালে ২০ লাখ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল। তাঁদের মধ্যে এক লাখের বেশি পরীক্ষায় পাশ করেছিল। এদিন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ, ওই ক্যান্ডিডেটকে যাতে পরীক্ষায় বসানো যায় সেই ব্যবস্থা পর্ষদকে আগামী চার সপ্তাহের মধ্যে করতে হবে। এই নির্দেশ সবার জন্য। যারা ২০১৪-য় পরীক্ষায় বসেছেন, তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে দিতে হবে।

Ad code goes here

এদিন শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'পাহাড় প্রমান দুর্নীতিগ্রস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ। মেধাবী চাকরিপ্রার্থীরা লড়াই করছেন আর অযোগ্যরা চাকরি করে যাচ্ছে। যুব সমাজের কাছে প্রমাণিত দুর্নীতিগ্রস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ। একটা চাকরির জন্য মেধাবী চাকুরীপ্রার্থী দেওয়ালে মাথা ঠুকছেন, সেখানে পর্ষদের ভুলে চাকরি পরীক্ষায় বসা থেকে বঞ্চিত হচ্ছেন।'

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :