উত্তরবঙ্গের পর এবার শহর কলকাতায় এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে তিনি এসেছেন। রয়েছে ঢালাও কর্মসূচি। মঙ্গলবার প্রথমে তিনি পৌঁছন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি। সেখানে সকাল নটা নাগাদ দ্রৌপদী মুর্মুর পৌঁছন তিনি। স্বামী বিবেকানন্দের জন্মভিটেতে শ্রদ্ধা জানান তিনি। তারপর বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি।
সোমবার উত্তরবঙ্গের শিলিগুড়ি ও সুকনাতে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নিজের প্রচার করেন। সিকিম, অসম এবং বাংলার কিছু জনপ্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করেন বলে সূত্রের খবর। এরপরই তিনি শহর কলকাতায় আসেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা-সহ অন্য নেতৃবৃন্দ। এদিন কলকাতা বিমানবন্দরে হাজির রাজ্যের একাধিক আদিবাসী সংগঠনের সদস্যরা ধামসা-মাদল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানায়।