বেশ কয়েকদিন ধরেই অগ্নিমূল্য বাজার। ভোজ্য তেল, ডাল, মাংস থেকে শুরু করে আলুর (potato) দামও আগুন। শীতে টানা বৃষ্টিতে ক্ষতি (loss) হয় আলু সহ একাধিক ফসলের। জমির ফসল জমিতেই নষ্ট হয়ে যায়। ফলে সেই সময় দাম ঠিক থাকলেও, বর্তমানে আকাশছোঁয়া আলুর দাম। ধীরে ধীরে মধ্যবিত্তের নাগালের বাইরেই চলে যাচ্ছে সেই দাম। তবে এবার আলুর মূল্যবৃদ্ধি নিয়ে স্বস্তির খবর। আগামী দু-একদিনের মধ্যেই কমতে চলেছে আলুর দাম। অসাধু ব্যবসায়ী এবং কালোবাজারিদের জন্য আলুর দাম বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে (Kamal De)।
কমলবাবু জানান, রাজ্যে পর্যাপ্ত আলুর জোগান রয়েছে। তবে এবছর কিছুটা হলেও আলুর উত্পাদন (Production) কম হয়েছে। যার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আলুর মূল্যবৃদ্ধি করছে, সরাসরি অভিযোগ করেন কমলবাবু। তিনি আরও জানান, এই মুহূর্তে কোল্ড স্টোরেজগুলিতে পর্যাপ্ত পরিমাণে আলু মজুত রয়েছে। ফলে আলুর মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। আজ অথবা কাল কোল্ড স্টোরেজ খুলে গেলে আলুর মূল্যবৃদ্ধি আর থাকবে না, আশ্বাস দেন তিনি। বেশ কয়েকদিন ছুটি থাকার জন্য কোল্ড স্টোরেজগুলি বন্ধ থাকার সুযোগ নিয়েই এই অসাধু ব্যবসায়ীরা আলুর মূল্যবৃদ্ধি ঘটিয়েছে বলে অনুমান বিশেষজ্ঞ মহলেরও।