১৯ এপ্রিল, ২০২৪

Saltlake: বিক্ষুব্ধ তৃণমূলের ব্যানারে কাঠগড়ায় দুই কাউন্সিলর! অভিযোগ অবৈধ পুকুর ভরাট-নির্মাণের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-08 16:38:05   Share:   

হাইকোর্টের (High Court) নির্দেশ উপেক্ষা করে বিধান নগরের (Bidhannagar Corporation) ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ডে অবৈধ কাজকর্ম চলছে। দুই ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর এবং প্রশাসনের মদতে পুকুর ভরাট এবং বেআইনি নির্মাণ চলছে। এভাবেই বিক্ষুব্ধ তৃণমূলের নামে বিধাননগর পুরনিগম এলাকায় ব্যানার। সুকান্ত নগর লোহাপুল এলাকায় পড়া এই ব্যানার চোখে পড়ে প্রাতঃ ভ্রমণকারীদের। স্পষ্টতই পুরনিগমের ৩৫ এবং ৩৬ নম্বর; এই দুই ওয়ার্ডে চাঞ্চল্য। অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করতেও ওই ব্যানারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিধান নগর পুরনিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর জয়দেব নস্কর এবং চামেলি নস্করকে কাঠগড়ায় তুলেছে বিক্ষুব্ধ তৃণমূল। 

এই ব্যানার প্রসঙ্গে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর জানান, আমার ওয়ার্ডে কোনও পুকুর নেই। কিন্তু অবৈধ নির্মাণ হচ্ছে। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী শুরু করেছিল এই অবৈধ নির্মাণ। তারপর আমি খবর পেয়ে লিখিতভাবে বিধান নগর দক্ষিণ থানা, বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং বিধান নগর পুরনিগমের কমিশনারকে জানিয়েছি। ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চামেলি নস্করের আবার চ্যালেঞ্জ, 'কেউ একজন আমাকে ডেকে নিয়ে দেখাক দিদি এখানে পুকুর ভরাট হয়েছে। আমি বরং পুকুর কাটছি, জলাশয়-খাল সংস্কার করছি। তৃণমূলকে মানুষের কাছে অপরাধী করতে এসব করা হচ্ছে।' 

এই ব্যানার প্রসঙ্গে বিজেপির দাবি, 'বিজেপিতে কোনও দুর্নীতি পরায়ণ নেতা থাকে না। দলের কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত না। তৃণমূলের বখরা নিয়ে ঝামেলা নিজেদের মধ্যে। তাই এই পোস্টার। এঁরা এসব করবে বলেই পেশি শক্তি দেখিয়ে পুর ভোট করতে দেয় না। কোনও মানুষ ভয়ে ভোট দিতে আসে না।'


Follow us on :