LATEST NEWS
29 May, 2023

Online: অনলাইনের দাবিতে বিক্ষোভ, কলেজ স্ট্রিটে পুলিসের লাঠিচার্জে পরিস্থিতি উত্তপ্ত
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-০৭ ১৬:৩৫:২৩   Share:   

দীর্ঘ ২ বছর অতিমারীর জন্য পরীক্ষা হয়েছে অনলাইনে। এবার তা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরপরই রাজ্যের একাধিক জায়গায় অনলাইনের পরীক্ষার দাবিতে বিক্ষোভে সরব পড়ুয়ারা। শহর কলকাতার বেশ কিছু জায়গার সঙ্গেই কলকাতা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা।

মঙ্গলবার বিক্ষোভ না দেখিয়ে কলেজ স্কোয়ারের ভিতরেই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাঁরা নিজেদের মধ্যে বসে একটা সাংবাদিক বৈঠক করার কথা ভাবছিলেন। অভিযোগ, সেই সময় কলকাতা পুলিসের পক্ষ থেকে বাধা আসে। ছাত্র-ছাত্রীদের জানানো হয়, ১৪৪ ধারা লাগু করা হয়েছে ওই এলাকায়। সেই কারণে কলেজ স্কোয়ারের ভিতরে জমায়েত করা চলবে না। এই বলেই ছাত্র-ছাত্রীদের বের করে দেওয়া হয়।

Ad code goes here

এরপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অনলাইন পরীক্ষার দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। অভিযোগ, সেই বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিসের বিশাল বাহিনী। আরও অভিযোগ, মারধরও করা হয় পড়ুয়াদের। ছাড়া পাননি মহিলারাও। লাঠিচার্জের জেরে ২০ জন পড়ুয়া জখম হন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদে শ্রদ্ধানন্দ পার্কে জমায়েত করেন কলকাতা বিশ্ববিদ্যালয়েরর পড়ুয়ারা। তাঁরা পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এর প্রতিবাদে আগামীকাল পথে নামতে চলেছেন পড়ুয়ারা।

Ad code goes here

প্রসঙ্গত, কলকাতা পুলিসের তরফ থেকে সোমবার যে ফোর্স মজুত রাখা হয়েছিল, তার থেকে আজ বাড়তি পুলিস মজুত করে রাখা হয়েছে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :