Share this link via
Or copy link
ফের বিজেপির সভার অনুমতি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দেয়নি কলকাতা পুলিস। রাজ্য রাজনীতিতে বিজেপির এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরফলে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় শর্তসাপেক্ষে বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে পরবর্তী শুনানিতে শর্ত কি হবে তা ঠিক করা হবে বলে জানান বিচারপতি। আগামী বুধবার ২২ নভেম্বর পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, উৎসবপর্ব শেষ হয়ে গিয়েছে। এবার ফের রাজনৈতিক ময়দানে সামিল হতে হবে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের বাদ্যি বাজবে। বিজেপি এই সভা দিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাইছিল। আর এই সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে চলেছেন। কিন্তু সেই সভারই অনুমতি দেওয়া হচ্ছিল না কলকাতা পুলিসের তরফে। যা নিয়ে বিজেপি নেতাদের মধ্যে রীতিমতো অসন্তোষ শুরু হয়ে গিয়েছিল। দলের অন্দরেও যথেষ্ট উত্তেজনা বেড়েছিল।
কিন্তু কোথায় বিজেপির এই সভা কোথায় হতে চলেছে? বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ধর্মতলায় সভা করতে পারবে বিজেপি। আগামী ২৯ নভেম্বর এই সভার ডাক দেওয়া হয়েছে। জেলায় প্রচারও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।
অন্যদিকে, আগামী ২৫ নভেম্বর বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতির নির্দেশ দিল হাইকোর্ট। গত এক নভেম্বর এই সভার অনুমতি বাতিল করেছিল বাঁকুড়া জেলা পুলিস। এরপর ১৭ নভেম্বর এই সভার আবেদন জানিয়ে অনুমতি চাওয়া হয়। আবেদনের ত্রুটির কথা জানিয়ে তৃতীয়বারও আবেদন নাকচ করে জেলা পুলিস। আজ, সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আগামী ২৫শে নভেম্বর শুভেন্দু অধিকারীর এই সভার করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। শুভেন্দুর সভার অনুমতি দিতে বাঁকুড়া জেলা পুলিসকে নির্দেশ বিচারপতি মান্থার।