LATEST NEWS
28 May, 2023

DA: মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজ্যজুড়ে পেন ডাউন সরকারি কর্মীদের, জেনে নিন কবে
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-৩১ ১৯:৪৬:১২   Share:   

মুখ্যমন্ত্রীর (CM Mamata) মন্তব্যের বিরোধিতায় ঝড়। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে (Protest)আরও বৃহত্তর কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর করা 'চোর-ডাকাত' বক্তব্যের প্রতিবাদে, ফের একদিনের পেন ডাউন (Pen Down) কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ সূত্রে দাবি, 'সারা রাজ্যজুড়ে আগামী ৬-ই এপ্রিল এই কর্মসূচি নেওয়া হয়েছে।' তাঁদের আরও দাবি, 'এপ্রিলের ১০-১১ তারিখ, দিল্লির যন্তর-মন্তরে ডিএ-র দাবি নিয়ে ধর্না কর্মসূচি নেওয়া হবে। তাতেও যদি দাবি না মেটে, তাহলে আগামী দিনে ৪৮ ঘন্টার ধর্মঘটের পথে যাবেন সরকারি কর্মচারীরা।' 

ডিএ আন্দোলনকারীদের আন্দোলনের আজ ৬৪ দিন। সূত্রের খবর, জেলায় জেলায় কালো ব্যাজ পরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় ধিক্কার জানান তাঁরা। আজ জেলায় জেলায় ধিক্কার মিছিল করা হয়েছে বলে খবর। সম্প্রতি ধরনা মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের 'চোর-ডাকাত' বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে বৃহস্পতিবার, রাস্তায় শুয়ে, মহামিছিল করে প্রতিবাদ করেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, 'আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পেন ডাউন করছি, ভবিষ্যতে রাজ্যের সরকারি অফিসগুলো অচল করে দেব, ওনাকে ক্ষমা চাইতে হবে।'

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :