শুক্রবার মেডিকেল পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআইয়ের পিছনের দিকে বের করা হয়। সেই সময় উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন রাজ্যের সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী (Partha Chatterjee)। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তৃণমূলের (TMC) সিদ্ধান্ত ঠিক?' এই জোড়া প্রশ্নের জবাব দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক। আর দলের সিদ্ধান্ত ঠিক কিনা সময় বলবে।' এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল কে ষড়যন্ত্র করেছে? যদিও এই প্রশ্নের কোনও জবাব জোকা ইএসআই ( (Joka ESI) ছাড়ার আগে দেয়নি পার্থবাবু।
গ্রেফতারির প্রায় এক সপ্তাহের মাথায় সংবাদ মাধ্যমের সামনে চাঞ্চল্যকর অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ষড়যন্ত্রের শিকার। হুইল চেয়ারে জোকা ইএসআইয়ে ঢোকার মুখে এই মন্তব্য করেন রাজ্যের সদ্যপ্রাক্তন এই মন্ত্রী। এদিকে, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা এবং তৃণমূলের সব পদ থেকে অপসারিত হয়েছেন বেহাল পশ্চিমের এই বিধায়ক। পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা সব মন্ত্রক নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি দলের মহাসচিব-সহ জাগো বাংলার সম্পাদক পদ হারিয়েছেন তিনি। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে পার্থর এই অভিযোগ তাৎপর্যপূর্ণ।
এসএসসি (SSC) দুর্নীতিকাণ্ড যত এগচ্ছে, তদন্তে ততই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী-যোগের নতুন নতুন তথ্য সামনে আসছে। অর্পিতা, মোনালিসার পর এবার পার্থর নতুন বান্ধবী যোগ এল ইডির হাতে। জরিনা খাতুন নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকা এখন ইডির নজরে বলে সুত্রের খবর। ইডির সূত্র অনুসারে, একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা বিল পাশ করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জরিনা। ইডির নজরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল।