ব্রেকিং নিউজ
Partha-Chatterjee-and-Arpita-Mukherjee-produced-in-Kolkata-Court-over-SSC-scam
APA: 'আমি নির্দোষ', কোর্টে দাবি পার্থর! অর্পিতা কেঁদে বললেন, 'আমি স্ত্রী রোগে আক্রান্ত'

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-07 17:48:23


ইডির (ED) হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজত শেষে মঙ্গলবার আদালতে তোলা হয়েছিল। নিয়োগ-কাণ্ডে ধৃত এই দু'জনই (Partha-Arpita) এদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির হয়েছিলেন। মঙ্গলবার শুনানি চলাকালীন কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর দাবি, 'তিনি স্ত্রী রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু এই রোগের চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল সাহায্য জেলে পাচ্ছেন না। তাই বাইরে থেকে মেডিক্যাল সাহায্য চাই।' যদিও আদালত এই আবেদনে হস্তক্ষেপ করতে চায়নি। ন্যূনতম যত্নের ব্যবস্থা করতে পারে আদালত। এমনটাই অর্পিতা মুখোপাধ্যায়কে পাল্টা জানায় আদালত।

পাশাপাশি এদিন পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর মন্তব্য,'আমি জানি আমি নির্দোষ। মিডিয়া ট্রায়াল চলছে, আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। মানসিক নির্যাতনের শিকার আমি।' এদিন দু'পক্ষের সওয়াল-জবাবের পর পার্থ-অর্পিতাকে ১৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। 






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন