ফের পুরনো বাড়ির কিছু অংশ ভেঙে বিপত্তি শহর কলকাতায় (kolkata)। দুর্ঘটনায় গুরুতর জখম (injured) তিন পুলিসকর্মী। তাঁদের মধ্যে একজন বড়বাজার থানার (burrabazar police station) সাব ইন্সপেক্টর। তাঁকে এসএসকেএম (sskm) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে সেখানেই। সিটি স্ক্যান সহ অন্যান্য শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আহতরাও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ ঘটে।
জানা যায়, কলকাতা হাইকোর্টের (kolkata highcourt) নির্দেশমতো এদিন ওই স্থানে তদন্তের স্বার্থে গিয়েছিলেন তিনজন পুলিসকর্মী। ১৫৯ রবীন্দ্র সরণি (rabindra sarani) ক্যানাডা ব্যাঙ্কের বিপরীত দিকে একটি বাড়ির তিনতলার উপর থেকে দুপুর ২.৩০ নাগাদ চাঙর ভেঙে আহত হন তাঁরা। আহত হয়েছেন বড়বাজার থানার দুই জন পুলিসকর্মী এবং একজন সিভিক ভলান্টিয়ার। স্থানীয়দের অভিযোগ, ওই তিনতলা বাড়িটি ১০০ বছরের পুরনো। ৬০ জন ভাড়াটিয়া রয়েছেন এই বাড়িতে। এটা একটা কমার্শিয়াল বাড়ি। বহুদিন ধরেই এই বাড়িটির অবস্থা খারাপ। গতকাল থেকেই শুরু হয়েছে কলকাতায় হালকা ঝড়-বৃষ্টি। এরপরই আজ দুপুরে এই ঘটনা। তবে এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি আগেই ঘোষণা করেছে কলকাতা পুরসংস্থা।
স্থানীয়দের আরও অভিযোগ, বড়বাজারে একাধিক বাড়িই পুরনো এবং ভগ্নপ্রায় দশায় রয়েছে। একাধিকবার বললেও বাড়ির মালিকরা তাতে কর্ণপাত করেন না।