আগে ছিল ৬০ টাকা। আচমকাই কলকাতা বিমানবন্দরে পার্কিং ফি বাড়িয়ে করে দেওয়া হয়েছে ১০০ টাকা। ক্যাবচালকদের অভিযোগ, এতে তাঁরা চরম সমস্যায় পড়েছেন। কারণ, ওই বাড়তি টাকা যাত্রীরা দিতে চাইছেন না।
অ্যাপ ক্যাবের পার্কিং ফি ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করে দেওয়ার বিরুদ্ধে বুধবার প্রতিবাদে মুখর হন অনলাইন ক্যাব অপারেটর্স সংগঠনের অ্যাপক্যাব চালকরা। তাঁদের দাবি, হঠাৎই কিছু না জানিয়ে পার্কিং ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে বিপাকে পড়ছেন তাঁরা। কারণ তাদের সংস্থা ওলা বা উবের কোনও কর্তৃপক্ষই পার্কিং ফি বাবদ তাঁদের ভাড়া বাড়ায়নি। ফলে তাঁদের পকেট থেকে বাড়তি পার্কিং ফি দিতে হচ্ছে। কেননা যাত্রীরা ৬০ টাকার বেশি পার্কিং ফি দিচ্ছেন না। এর কারণে বিপাকে পড়েছেন তাঁরা। এনিয়ে বুধবার অনলাইন ক্যাব অপারেটর্স সংগঠনের সদস্যরা এয়ারপোর্ট এনএসসিবিআই থানায় একটি স্মারকলিপি জমা দেন। এর সাথে সাথে তাঁরা বিমানবন্দর কর্তৃপক্ষকেও স্মারকলিপি জমা দেন। প্রায় ৫ হাজার ওলা-উবের চালক এই সংগঠনের সঙ্গে যুক্ত।এ ব্যাপারে সংগঠনের কর্মকর্তারা কী বলছেন, শোনা যাক।