দীর্ঘ প্রায় ২ বছর পর খুলেছে সমস্ত শিক্ষা-প্রতিষ্ঠান। করোনা মহামারির কবলে পড়ে যা এতদিন ছিল বন্ধ। ক্লাস থেকে পরীক্ষা সমস্তটাই হচ্ছিল অনলাইনেই। তবে সম্প্রতি সেই বিষয়ে বিবেচনা করে সরকারি তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়ে স্কুল খোলার। সেই অনুযায়ী স্কুলও খোলে। এরপর আবার গরমের ছুটি। সরকারি স্কুলগুলিতে অবশ্য এখনও সেই ছুটি অব্যাহত। ফলে অভিভাবকরা স্বাভাবিকভাবেই ফের চিন্তায় পড়েছেন। তবে সরকারি স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়লেও সোমবার থেকেই খুলে গেল চার্চ অব নর্থ ইন্ডিয়া (সিএনআই)-র অন্তর্গত স্কুলগুলি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আবহাওয়ার উন্নতির কারণেই মূলত স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার একটি নির্দেশিকায় বলা হয়, ২০ জুন থেকে ডায়োসেস অব দ্য চার্চ অব নর্থ ইন্ডিয়ার অন্তর্গত স্কুলগুলি খোলা হবে। সেই নির্দেশ মতোই সোমবার লা মার্টিনিয়ার ফর গার্লস, লা মার্টিনিয়ার ফর বয়েজ, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট জেমস, স্কটিশ চার্চ কলেজিয়েট-সহ আরও বেশ কয়েকটি স্কুল খুলে যায়। তাদের এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরাও।