আগামী ২৬ মার্চ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল। জল বন্ধ থাকার এই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা। তাতে জানানো হয়েছে, ধাপার জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে জল। ফলে বাইপাসের পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া ও মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্নগ্রাম এবং সার্ভে পার্কে বন্ধ থাকবে জল পরিষেবা। ২৬ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা। ২৭ মার্চ থেকে তা স্বাভাবিক হবে।