১৯ এপ্রিল, ২০২৪

Hospital: সপ্তমী-অষ্টমীতে বন্ধ হাসপাতালের আউটডোর পরিষেবা, ২৪ ঘণ্টাই খোলা জরুরি বিভাগ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-30 11:50:31   Share:   

পুজোর মধ্যেই জরুরি ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের (Department of Health)। পুজোতে সপ্তমী থেকে অষ্টমী দু'দিন বন্ধ থাকছে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের আউটডোর পরিষেবা (OPD)। তবে ডেঙ্গির সংক্রমণ বাড়ার কথা মাথায় রেখে হাসপাতালের সমস্ত ইনডোর এবং জরুরী বিভাগের (Open Indoor & Emergency Service) চিকিৎসা ব্যবস্থা সচল থাকবে। চতুর্থীর রাতে এমনই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

নির্দেশিকায় আরও বলা, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় কোনও ভাবেই স্বাস্থ্য দফতরের কর্মরত আধিকারিক, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ মর্যাদার আধিকারিকরা ছুটি নিতে পারবেন না। এছাড়াও বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপাররা যথাযোগ্য কারণ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কোনও ছুটি নিতে পারবেন না।

প্রসঙ্গত, রাজ্যে ডেঙ্গির প্রকোপ অনেকটাই বেড়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে এবারের পুজোয় চিকিৎসক, নার্সদের ছুটি আগেই বাতিল করেছে স্বাস্থ্য দফতর। রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। কেবল উত্তর ২৪ পরগনা জেলাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। গত এক সপ্তাহের হিসাবে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১,০১৮ জন। কলকাতায় ১ সপ্তাহে আক্রান্ত ৬২১ জন। হাওড়ায় আক্রান্ত ৫৫৯ জন। হুগলিতে আক্রান্ত ৬৮৭ জন।

উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে জলপাইগুড়ি, দার্জিলিং-এ সংক্রমণের হার বেশি। জলপাইগুড়িতে এক সপ্তাহে আক্রান্ত ৩১৪ জনের মত। দার্জিলিং-এ আক্রান্ত ৩১২ জন। গত সপ্তাহে জলপাইগুড়িতে আক্রান্ত-এর সংখ্যা ২০০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল।


Follow us on :