প্রগতি ময়দান থানা এলাকায় একাকী এক মহিলার অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। মৃতের নাম নন্দিতা বসু বন্দ্যোপাধ্যায়। পুলিস সূত্রে খবর, প্রগতি ময়দান থানা এলাকায় মেট্রোপলিটন আবাসনের ফ্ল্যাটে নিচের তলায় থাকতেন বছর সাতান্নর নন্দিতা। গতকাল ফ্ল্যাটে এসে তাঁর বন্ধু মহিলাকে বিছানার ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দরজা খোলা ছিল। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিস।
এক প্রতিবেশী বলেন, উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। উনি এবং উনার স্বামী এখানে থাকতেন। তবে স্বামী বেশিরভাগ সময় বাইরে থাকতেন। তবে পরশু রাতে স্বামী ছিলেন না। শনিবার উনার এক বান্ধবী এসে সাড়াশব্দ না পেয়ে তাঁকে ডাকেন। তিনি গিয়ে দেখেন, বেডরুমে শুয়ে আছেন ওই মহিলা। পা দুটি শুধু বাইরে থেকে দেখা যাচ্ছে। এরপরই ওই মহিলা ফিরে এসে জানান, তাঁর সন্দেহ হচ্ছে, কিছু একটা হয়েছে। বাড়ির পরিচারিকাকে উনার সঙ্গে পাঠাই। সে-ও এসে একই কথা বলে। আমি একটা কাজে বেরিয়ে যাচ্ছিলাম। পরিচারিকার কাছ থেকে সব শুনে স্ত্রী আমাকে যেতে নিষেধ করে। তারপরই আমরা গিয়ে দেখলাম, উনি নিথর হয়ে পড়ে রয়েছেন। কোনও ডাক্তার ডেথ সার্টিফিকেট দিতে রাজি হয়নি। তাঁরা পুলিসকে বিষয়টি জানাতে বলেন। তারপর পুলিস এসে দেহটি নিয়ে চলে যায় এবং ঘরটি সিল করে দিয়ে যায়।
গত দু বছরেরও বেশি সময় ধরে ওই মহিলা অসুস্থ ছিলেন। হাই সুগার ছিল। ফলে অসুস্থতার জেরেই এই মৃত্যু কি না, তা পরিষ্কার নয়। ফলে রহস্য একটা থেকেই যাচ্ছে।