LATEST NEWS
28 May, 2023

Parnasree: পর্ণশ্রীতে রহস্যমৃত্যু, অভিযুক্ত দুই প্রতিবেশী পলাতক
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-০৯ ২০:৫৬:১৫   Share:   

পর্ণশ্রী থানা এলাকার অন্তর্গত মহেন্দ্র ব্যানার্জি রোডে এক ব্যক্তির রহস্যমৃত্যু। ঘটনায় নাম জড়িয়েছে মুকেশ সাউ ও দীপক সাউ নামে দুই ব্যক্তির। পরিবার সূত্রে জানা গেছে, ওই দুজন প্রতিবেশী তাঁকে ডেকে নিয়ে যায়। বীরেন্দ্রর পরিবারের অভিযোগ, ব্যক্তিগত গণ্ডগোলের কারণে এই দুজন মিলে বীরেন্দ্রকে অস্বাভাবিকভাবে মারধর করে মাথা ফাটিয়ে দেয়, কোমরে গুরুতর আঘাত করে। এরপর বীরেন্দ্রকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখে। পরবর্তীকালে বীরেন্দ্রর বাড়ির লোকজন খোঁজ চালিয়ে মুকেশ ও দীপকের বাড়ির সামনে গিয়ে দেখে, একটি ট্যাক্সির মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে বীরেন্দ্র। তারপর সেখান থেকে তড়িঘড়ি তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়। রবিবার সেখানেই তার মৃত্যু ঘটে।

মুকেশ ও দীপক ব্যক্তিগত শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে বীরেন্দ্র রায়কে মারধর করছে বলে অভিযোগ পরিবারের। ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিস। ইতিমধ্যে লালবাজারের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মুকেশ সাউ ও দীপক সাউ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিস।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :