এবার চেন্নাইয়ে তৈরি করা মেট্রোর রেক কলকাতায়। মেট্রো পরিষেবাকে আরও বেশি সুবিধাজনক এবং যাত্রীবান্ধব করতে তৎপর কলকাতা মেট্রো রেল। তাই এবার ইস্ট ওয়েস্ট মেট্রোর পাশাপাশি নর্থ সাউথ করিডর বা বলা ভালো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আরও উন্নত পরিষেবা প্রদান করতে চলেছে মেট্রো রেল।
এবার নর্থ-সাউথ মেট্রো করিডরে নিয়ে আসা হল আরও একটি উন্নতমানের এসি "মেধা রেক"। মাদ্রাজ বা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি নির্মিত এই "মেধা রেক" অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যযুক্ত এবং আরও বেশি নিরাপদ বলে দাবি মেট্রো রেল কর্তৃপক্ষর। বর্তমানে নর্থ-সাউথ করিডরে অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রায় ৩১ টি মেট্রো চলছে। যার মধ্যে ১৮ টি "মেধা রেক" এবং ১৩ টি আইসিএফ বা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড বা বিএচইএল রেক। এই নতুন রেকটি সম্পূর্ণভাবে যাত্রীদের জন্য ব্যবহার করা হচ্ছে বলে মেট্রো রেল সূত্রের খবর।
জানা গিয়েছে, এই নতুন "মেধা রেক"কে বেশ কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালানোর পরেই যাত্রী পরিষেবায় নামানো হয়েছে। নতুন রেকের সমস্ত দিক খুঁটিয়ে দেখার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই চালানো শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্য কোচের তুলনায় এই "মেধা রেক" সুবিধাজনক, আরামদায়ক এবং অনেক বেশি চওড়া। তাই অন্য কোচের তুলনায় অফিস টাইমের ভিড়ভাট্টার সময়ও যাত্রীরা এই কোচে আরামে দাঁড়াতে পারবেন বলে দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের। উল্লেখ্য, ২০২০ সালেও বেশ কয়েকটি "মেধা রেক" কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে নামানো হয়েছিল। অবার নতুন করে আরও বেশি " মেধা রেক" নামানো হল।