ফের কলকাতার রাজপথে বিক্ষোভ। বেতন বৃদ্ধির দাবিতে এবার পথে নামলেন সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের কর্মীরা। ২০১৩ সাল থেকে দেড় হাজার টাকার বিনিময়ে কাজ তাঁরা করে আসছেন। কিন্তু এবার সেই বেতন বৃদ্ধির দাবি সহ মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, ১২ মাসের বেতন প্রদান, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাবারের জন্য পর্যাপ্ত টাকা প্রদান সহ ১২ টি দাবিতে তাঁদের এই আন্দোলন। শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে তাঁরা যাবেন রানি রাসমণির দিকে। মিছিলে রয়েছে রয়েছেন প্রচুর পুলিস আধিকারিক।
কর্মীরা জানান, অবিলম্বে তাঁদের বেতন বৃদ্ধি করতে হবে। এছাড়াও ১০ মাসের নয়, ১২ মাসেরই বেতন দিতে হবে তাঁদের। এছাড়াও শিশুদের খাদ্যের গুণমান বৃদ্ধির দাবিতে তাঁদের এই আন্দোলন। একদিকে বাজারে সবজি থেকে অন্যান্য জিনিসের দাম বাড়ছে। অন্যদিকে মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে শিশুদের দেওয়া খাবারের গুণমান ভালো হয় না। তাই বরাদ্দ টাকা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে বলেই জানান তাঁরা।