এবার মিড ডে মিলের খাদ্য সামগ্রী চুরির অভিযোগ। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর থানার অন্তর্গত মিড-ডে-মিল সেন্টার থেকে চুরি হয়ে যায় বাচ্চাদের মিড-ডে-মিল তৈরি করার সামগ্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব স্কুল কর্তৃপক্ষ।
হরিদেবপুর থানার অন্তর্গত স্কুলটির নাম সুখরঞ্জন বিদ্যামন্দির। অভিযোগ, এই স্কুলের পাশে যেখানে বাচ্চাদের মিড ডে মিলের রান্না হতো সেখানকার বাসনপত্র চুরি হয়ে গিয়েছে। এছাড়াও স্কুলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও ১২০০ টাকা চুরি হয়েছে। কে বা কারা চুরি করেছে তা পরিষ্কার নয়। যদিও স্কুলের শিক্ষকদের বক্তব্য প্রথম তিনদিন আগে স্কুলের ইলেকট্রিক সরঞ্জাম চুরি গিয়েছে। এরপর রবিবার বাচ্চাদের মিড-ডে-মিল তৈরি সরঞ্জাম চুরি যায়। ১১৪ এবং ১১৫ নম্বর ওয়ার্ডের ১৭০০ জন ছাত্র ও ছাত্রীর মিড ডে মিলের রান্না এই স্কুল থেকে হত। চুরি যাওয়ার ফলে বিপাকে শিক্ষকরা।
স্কুল খুললে কীভাবে মিড ডে মিলের রান্না হবে সেই নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে হরিদেবপুর থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত করছে হরিদেবপুর থানার পুলিস।