এখনও থমথমে খাস কলকাতার (kolkata) বউবাজার (bowbazar) চত্বর। আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারকে স্থানীয় হোটেলে রাখা হয়েছে মেট্রোর তরফ থেকে। এরই মধ্যে ফের সময়সীমা পেরিয়ে গেল মেট্রো (metro) তৈরির কাজের। অর্থাত্ রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) জানিয়েছিলেন, ২০২২ এর মধ্যেই শেষ হবে মেট্রোর সমস্ত কাজ। তবে তা বেড়ে দাঁড়িয়েছে ২০২৩ শের মার্চ মাস পর্যন্ত। এর মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সমস্ত কাজ পূর্ণ হবে বলেই জানা যায়।
মেট্রো সূত্রে খবর, ২ থেকে ৩ মাস পর্যন্ত চলবে এখানের পরীক্ষা-নিরীক্ষার কাজ। যার ফলে স্থানীয়রা প্রশ্ন তুলছেন, কেন তাহলে আগেই পরীক্ষা করল না মেট্রো কর্তৃপক্ষ। এমনিতেই এই এলাকার বাড়িগুলি শক্তপোক্ত নয় এবং অনেক বাড়িই বিপজ্জনক। তা সত্ত্বেও কেন আগেই পদক্ষেপ নেওয়া হল না?
প্রসঙ্গত, মেট্রোর তরফে জানানো হয়েছিল, বউবাজারের এই রাস্তার উপর দিয়ে সরাসরি পৌঁছে দুটি টানেল যাবে শিয়ালদহে। তাহলে সেই সময় কেন পরীক্ষা করা হল না। এছাড়াও এই এলাকার নীচে রয়েছে একটি খাল। সেই খাল কেন পরিদর্শন করল না মেট্রো কর্তৃপক্ষ। ২ থেকে ৩ দিন আগেই এই বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়।